Kolkata

ফের রাজ্য পুলিশের ডিজি বদল, এক বঙ্গসন্তানের হাতে দায়িত্ব সঁপল কমিশন

জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেয় রাজীব কুমারকে। সেখানে বিবেক সহায়কে বসানোয় সবুজ সংকেত দেয়। মঙ্গলবার সহায়কেও নাকচ করল কমিশন।

Published by
News Desk

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে তারা নির্দেশিকাও পাঠায় রাজ্যের মুখ্যসচিবের কাছে। এটা ছিল সোমবারের ঘটনা। ওইদিন বিকেল ৫টার মধ্যে রাজ্যের তরফে ৩টি নাম চাওয়া হয় ডিজি পদের জন্য।

রাজ্যের তরফে নাম পাঠানো হয়। সেই ৩ জনের মধ্যে থেকে বিবেক সহায়কে ডিজি পদ সঁপে দেওয়ায় সবুজ সংকেত দেয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের পর ২৪ ঘণ্টাও পার হল না। তার আগেই বিবেক সহায়ের নাম নাকচ করে এক বঙ্গসন্তানকে রাজ্য পুলিশের ডিজি করার নির্দেশ দিল কমিশন।

সঞ্জয় মুখোপাধ্যায়কে এই দায়িত্ব সঁপে দিল কমিশন। সেই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকাও কমিশন রাজ্যের মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দিয়েছে। ফলে অন্তত নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রাজ্য পুলিশের ডিজি থাকছেন সঞ্জয় মুখোপাধ্যায়।

যদিও এটা অতীতেও দেখা গেছে যে নির্বাচন কমিশন দেশজুড়ে আদর্শ আচরণবিধি চালুর পর অনেক প্রশাসনিক পদ থেকে আধিকারিকদের সরিয়ে দিয়েছে। কিন্তু ভোটপর্ব মেটার পর রাজ্যসরকার সরিয়ে দেওয়া আধিকারিককে তাঁর পুরনো পদে ফিরিয়ে এনেছে।

এক্ষেত্রে রাজীব কুমারের ক্ষেত্রেও তেমনটা হতে পারে বলে মনে করছেন অনেকে। তেমনটা হলে সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে তখন ফের সরতে হতে পারে।

তবে তার আগে এখন নির্বাচন প্রক্রিয়ায় রাজীব কুমার কোনওভাবেই থাকতে পারছেন না। রাজ্যে পুলিশের ডিজির দায়িত্ব সামলাবেন সঞ্জয় মুখোপাধ্যায়।

Share
Published by
News Desk

Recent Posts