National

বিদেশে বসবাসকারী ভোটারদের ভোটদান আরও সহজ করছে নির্বাচন কমিশন

ভারতীয় অনেকেই কাজের জন্য বিদেশে বসবাস করেন। ভারতে যখন ভোট হয় তখন তাঁরাও ভোটদান করেন। পোস্টাল ব্যালটে ভোট দেন। যা বদলাতে চলেছে।

Published by
News Desk

ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়দের এ দেশে ভোটদানের পূর্ণ অধিকার রয়েছে। তাঁরা এ দেশের নাগরিক। ফলে তাঁদের ভোটদানের অধিকার রয়েছে। ভোটের সময় এঁরাও ভোটদান করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এঁরা ভোটদান করে থাকেন।

তবে নির্বাচন কমিশনের খতিয়ান বলছে এই ভোটদানের হার অতি নগণ্য। অধিকাংশ বিদেশে বসবাসকারীই পোস্টাল ব্যালটে ভোটদান থেকে বিরত থাকেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও মরিশাস সফরে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সেখানে অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে বৈঠকও করেন। সেখানে ভোটদান নিয়ে কথা হয়।

নির্বাচন কমিশন যে অনাবাসী ভারতীয়দের আগামী দিনে ভোটদানকে আরও সহজ করার কথা চিন্তা করছে তাও তাঁদের জানান মুখ্য নির্বাচন কমিশনার।

ভারতের নির্বাচন কমিশন চাইছে আগামী দিনে অনাবাসী ভারতীয়দের জন্য আর পোস্টাল ব্যালটের ব্যবস্থা না রাখতে। বরং সে জায়গায় ইলেকট্রনিক ভোটিংকে গুরুত্ব দিতে চাইছে তারা।

নির্বাচন কমিশন চাইছে অনাবাসী ভারতীয়দের ভোটদানের জন্য ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম-এর সুবিধা চালু করতে। সাধারণ পোস্টাল ব্যালটে ভোটদানে অনুৎসাহ কমাতেই হয়তো এমন চিন্তা।

ভোটদান সহজ হলে আগামী দিনে অনাবাসী ভারতীয়রাও তাঁদের মূল্যবান ভোট দান করতে দ্বিধা করবেন না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলও। এদিকে দক্ষিণ আফ্রিকা ও মরিশাস সফরে ভোট ব্যবস্থা নিয়ে সুশীল চন্দ্রর কথা হয় সে দেশের আধিকারিকদের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk