National

ভোটগণনার দিনের জন্য আরও কড়া নির্দেশিকা কমিশনের

৫ রাজ্যের ভোটের ফল জানতে ভোটগণনা হবে ২ মে। সেদিনের জন্য আগেই একটি নির্দেশিকা দিয়েছে কমিশন। এদিন ফের এক কড়া নির্দেশিকা জারি করল তারা।

মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার পর এবার যেন জেগে উঠেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার একটি নির্দেশে তারা জানিয়ে দিয়েছিল ভোটগণনার দিন বা তার পর কোনও প্রার্থী বা দল বিজয় মিছিল বার করতে পারবেনা।

এদিন ফের নয়া নির্দেশিকা জারি করল তারা। নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে খোদ প্রার্থীদের জন্য।

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে কোনও প্রার্থী যদি ভোটগণনার দিন গণনা কেন্দ্রে প্রবেশ করতে চান তাহলে তাঁর কাছে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট থাকতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যের হতে হবে সেই রিপোর্ট। আর রিপোর্টটি করোনা নেগেটিভ হতে হবে।

অন্য পথও রয়েছে। নেগেটিভ রিপোর্ট না থাকলে তাঁর কাছে ২টি টিকাকরণ তাঁর হয়ে গেছে এমন সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই মিলবে ঢোকার অনুমতি। নাহলে নয়।

কমিশন এদিন আরও একটি নির্দেশিকা জারি করেছে। এতদিন ভোটগণনা কেন্দ্রের বাইরে সব দলের কর্মী সমর্থকেরাই ভিড় জমিয়ে আসছেন।

দলীয় প্রার্থীর জয়ের খবর বাইরে এলে তাঁরা আনন্দে মেতে উঠতেন। এবার কিন্তু তা হবে না। গণনাকেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More