National

কালি না লাগাতে অর্থমন্ত্রককে অনুরোধ নির্বাচন কমিশনের

Published by
News Desk

রাত পোহালেই বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন। তার আগে ব্যাঙ্কের নোট বদলাতে এলে হাতে না মুছতে পারা কালি লাগানো বন্ধ করার জন্য অর্থমন্ত্রককে অনুরোধ জানাল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে সেক্ষেত্রে যাঁরা ভোট দিতে হাজির হবেন তাঁদের আঙুলে আগে থেকে কালি থাকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

এর আগে ব্যাঙ্ক থেকে টাকা বদলের ক্ষেত্রে আঙুলে কালি লাগানোর নিয়ম ঘোষণার পরই উপনির্বাচনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এবার কী করবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রককে কালি না লাগানোর অনুরোধ জানাল নির্বাচন কমিশন।

Share
Published by
News Desk

Recent Posts