State

পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট

Published by
News Desk

রবিবার বিকেলে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এবার লোকসভা নির্বাচন হচ্ছে ৭ দফায়। পশ্চিমবঙ্গে এই ৭ দফাতেই ভোট থাকছে। এই প্রথম পশ্চিমবঙ্গে ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। উত্তর থেকে শুরু করে ক্রমে দক্ষিণে শেষ হবে ভোটগ্রহণ। কলকাতায় ভোট শেষ দফায়, ১৯ মে।

এবার দেখে নেওয়া যাক রাজ্যে কবে কোথায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ভোটগ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়ি কেন্দ্রে। তৃতীয় দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে। চতুর্থ দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে।

পঞ্চম দফায় ৬ মে ভোটগ্রহণ হবে ব্যারাকপুর, বনগাঁ, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্রে। ১২ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঘাটাল, কাঁথি, তমলুক ও ঝাড়গ্রাম আসনে। ১৯ মে সপ্তম ও শেষ দফায় ভোটগ্রহণ হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগর, ডায়মন্ডহারবার ও মথুরাপুর কেন্দ্রে।

প্রসঙ্গত ২০১৪ সালে ৯ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে ১২ মে-র মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে গিয়েছিল। এবার যদিও তারচেয়ে বেশি সময় লাগছে। তবে এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, ২০১৪ সালে সরকারের মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত। কিন্তু ২০১৯ সালে সরকারের মেয়াদ থাকছে ৩ জুন পর্যন্ত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts