Kolkata

নগরপাল কেন এলেন না বৈঠকে, কৈফিয়ত চেয়ে চিঠি

Published by
News Desk

বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের বৈঠকে কেন অনুপস্থিত ছিলেন কলকাতার নগরপাল রাজীব কুমার? প্রশ্ন করে চিঠি পাঠালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। চিঠি পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্যানেলের বৈঠক ছিল। তাতেই অনুপস্থিত ছিলেন রাজীব কুমার। কেন তিনি অনুপস্থিত ছিলেন তার কৈফিয়ত তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার গত ২ দিন ধরেই রাজ্যে রয়েছেন। রাজ্যে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। বৈঠকও করেন। নিজের পুরো দল নিয়েই রাজ্যে এসেছেন তিনি।

শুক্রবার তিনি জানান, পশ্চিমবঙ্গে সুরক্ষিত ও সহায়ক পরিস্থিতিতে ভোট করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts