National

গুজরাটে ভোট আগামী ৯ ও ১৪ ডিসেম্বর, গণনা ১৮ ডিসেম্বর

Published by
News Desk

গুজরাটে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি ঘোষণা করেন, গুজরাটে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে দু দফায়। প্রথম দফা ৯ ডিসেম্বর ও দ্বিতীয় দফা ১৪ ডিসেম্বর। প্রথম দফায় ১৯টি জেলার ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১৪টি জেলার ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট গণনার দিন আগেই ঘোষণা হয়েছিল। হিমাচলপ্রদেশের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়েই নির্বাচন কমিশন জানিয়েছিল হিমাচল ও গুজরাটের ভোটগণনা হবে ১৮ ডিসেম্বর। তবে গুজরাটের ভোটগ্রহণের দিন তখন ঘোষণা করেনি কমিশন। সেটা এদিন করে দিল।

গুজরাটে ভোটের দিনক্ষণ প্রকাশে দেরি হওয়ায় বিরোধীরা সুর চড়াচ্ছিল। তাদের অভিযোগ ছিল ভোটের দিনক্ষণ ঘোষণায় দেরি হওয়ায় সুবিধা হচ্ছে বিজেপির। বিজেপি রাজ্যের বাসিন্দাদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। পাতিদার গোষ্ঠীর তরফ থেকেও এ নিয়ে জোড়াল প্রতিবাদ আছড়ে পড়ছিল। এদিন সে সব সমালোচনার অবসান হল। গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে লাগু হল নির্বাচনবিধি।

Share
Published by
News Desk