Entertainment

মা হলেন একতা কাপুর

Published by
News Desk

সারোগেসি-র সাহায্য নিয়ে মা হলেন প্রযোজক একতা কাপুর। জিতেন্দ্র কন্যা এখন ছোট পর্দার অন্যতম প্রযোজক। গত ২৭ জানুয়ারি তিনি এক পুত্র সন্তানের জননী হন। তারপরই তাঁকে অভিনন্দন জানান হনসল মেহতা। অভিভাবকদের জগতে তাঁকে স্বাগত জানান। অভিনন্দন জানান অভিনেত্রী নিমরত কাউরও।

অভিনন্দন আসে তাঁর ভাই অভিনেতা তুষার কাপুরের কাছ থেকেও। প্রসঙ্গত তুষার কাপুরও ২০১৬ সালে পুত্রসন্তানের পিতা হয়েছেন সারোগেসির সাহায্য নিয়ে।

পুত্র সন্তানের জন্মের পর একতা কাপুরের জীবনে এক নয়া অধ্যায়ের সূচনা হল। নিজের কাজ ও সাফল্যকে ধরে রেখে সন্তানকে বড় করে তোলা এখন বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk