Entertainment

ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য একতা কাপুরের পিছু ছাড়ল না

ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। এই অভিযোগ আগে উঠেছিল। তারজন্য ক্ষমাও চেয়েছিলেন প্রযোজক একতা কাপুর। তবে তা যে মেটেনি তা বোঝা গেল।

Published by
News Desk

‘ট্রিপল এক্স আনসেন্সরড’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করেছিলেন একতা কাপুর। জিতেন্দ্র কন্যা একতার ওই সিরিজে সেনাকর্মীদের স্ত্রীদের বিবাহবহির্ভূত সম্পর্কের বেশ কিছু সাহসী দৃশ্য তুলে ধরা হয়। ২০২০ সালের সেই ওয়েব সিরিজ নিয়ে তখনই প্রশ্ন ওঠে।

শম্ভু কুমার নামে এক ব্যক্তি একটি মামলাও দায়ের করেন। যাতে তিনি দাবি করেন যে এভাবে সেনাকর্মীদের স্ত্রীদের বিবাহবহির্ভূত সম্পর্ক দেখিয়ে একতা সেনাকর্মীদের এবং তাঁদের পরিবারের সম্মানে আঘাত করেছেন।

বিষয়টি নিয়ে বিতর্ক জমাট বাঁধার পর একতা কাপুর ক্ষমাও চেয়ে নেন। দৃশ্য বাদও দেওয়া হয় ওয়েব সিরিজ থেকে। কিন্তু ক্ষমা চাইলেও বিষয়টি যে ছাই চাপা আগুনের মত থেকে গিয়েছিল তা এবার টের পেলেন একতা।

বিহারের বেগুসরাইয়ের একটি আদালত একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বুধবার শম্ভু কুমারের করা মামলার শুনানি ছিল। সেখানেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

কিন্তু একতা তো ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তাও গ্রেফতারি পরোয়ানা কেন? শম্ভু কুমারের আইনজীবীর মতে, সে সময় একতা কাপুর ক্ষমা চেয়েছিলেন ঠিকই, কিন্তু কখনও আদালতে সশরীরে হাজিরা দেননি। তাই এই গ্রেফতারি পরোয়ানা।

২০১৮ সালে সিরিজটির প্রথম পর্ব এবং ২০২০ সালে সিরিজটির দ্বিতীয় পর্ব ওটিটিতে দেখানো হয়। যেখানে বেশ কয়েকটি দৃশ্যে সেনা আধিকারিকদের স্ত্রীদের অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য দেখানো হয়।

Share
Published by
News Desk