World

কায়রোর গির্জায় বিস্ফোরণ, মৃত ২৫

Published by
News Desk

ইস্তানবুলের ফুটবল মাঠের পর মিশরের কায়রোর গির্জা। ফের জঙ্গি নিশানায় আমজনতা। মধ্য কায়রোর সেন্ট পিটারস গির্জায় এদিন রবিবারের প্রার্থনা চলছিল। মিশর সরকারের তরফে জানানো হয়েছে, ঠিক সেই সময়েই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়। অধিকাংশই মহিলা ও শিশু। আহত ৫০ জন। পুলিশের প্রাথমিক অনুমান বিস্ফোরক গির্জাতেই লুকানো ছিল। আর তা রিমোট কন্ট্রোলের সাহায্যে ফাটিয়ে দেওয়া হয়। কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার না করলেও এটা জেহাদিদের কাজ বলেই মনে করছে পুলিশ।

 

Share
Published by
News Desk