World

এটাই বিশ্বের প্রাচীনতম পোশাক, বয়স ৫ হাজার বছর, কোথায় কার জন্য তৈরি এই পোশাক

বিশ্বের সবচেয়ে পুরনো পোশাকের বয়স ৫ হাজার বছরের কিছু বেশি। ৫ হাজার বছর আগেও যে সেলাই করা পোশাক হত তা অবাক করে। কোথায় পাওয়া গিয়েছে সেই পোশাক।

Published by
News Desk

মানুষ যতটা তথাকথিত সভ্যতার মুখ দেখেছে ততই তারা শরীর ঢাকার বন্দোবস্ত করেছে। পৃথিবীতে আর কোনও প্রাণি নেই যারা তাদের শরীর আবৃত রাখে। সময়ের সঙ্গে গাছের পাতা, গাছের ছাল, প্রাণির চামড়া এসবই ছিল দেহ ঢাকার উপায়।

সময়ের সঙ্গে কাপড় তৈরি শিখলেও প্রথমাবস্থায় তা দিয়ে দেহ কেবল মুড়ে নিতেন প্রাচীন যুগের মানুষ। পোশাক যে শরীরের মাপে কেটে নিয়ে সেলাই করেও পরা সম্ভব তা তাঁদের জানা ছিলনা।

খ্রিস্টপূর্ব ৩ হাজার বছর আগে মানুষ শরীরকে কাপড় দিয়ে কোনওক্রমে জড়িয়ে রাখা ছেড়ে জামার মত করে পরতে শেখে। যা মাপ করে কেটে তারপর সেলাই করে তৈরি হয়।

মিশরের কায়রোর কাছে তারখান সমাধি পাওয়া যায় মাটি খুঁড়ে। সেখান থেকেই উদ্ধার হয় একটি পোশাক। বিশেষজ্ঞেরা পরীক্ষা করে দেখেছেন শরীরের মাপ করে কেটে তারপর সেলাই করে তৈরি পোশাক হিসাবে সেটাই এখনও পর্যন্ত পাওয়া যাওয়া সবচেয়ে পুরনো পোশাক। যা সে সময় এক পাতলা চেহারার মহিলার জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

মিশরীয় সভ্যতা যে প্রাচীনত্বে এগিয়ে তা অজানা নয়। সেখানকার সে সময়ের সংস্কৃতি ও বয়নশিল্প যে ক্রমশ উন্নত হচ্ছিল তার প্রমাণ এই ৫ হাজার বছরের পুরনো পোশাকটি।

১৯১৩ সালে মাসতাবা সমাধি থেকে এই পোশাকটি উদ্ধার করেন একজন প্রত্নতাত্ত্বিক। তবে তার প্রাচীনত্ব ও বিশেষত্বের কথা জানা যায় ১৯৭৭ সালে।

Share
Published by
News Desk
Tags: Egypt