World

সমুদ্রের তলায় পর্যটকদের নিয়ে ডুব দিল ডুবোজাহাজ, ফিরলেন না ৬ পর্যটক

পর্যটকদের সমুদ্রের তলার সৌন্দর্য দেখাতে জলে ডুব দিয়েছিল ডুবোজাহাজ। এবার ডুবোজাহাজ ডুব দিল প্রবাল প্রাচীর দেখাতে। ফিরলেন না ৬ পর্যটক।

Published by
News Desk

সমুদ্রের তলায় প্রচুর মাছ, গাছপালা, সামুদ্রিক প্রাণি এসব দেখার কৌতূহল তো মানুষের থাকেই। আর থাকে কল্পনার চেয়েও সুন্দর প্রবাল প্রাচীর দেখার টান। রংয়ের খেলায় যে প্রবাল প্রাচীর ভুবন ভুলিয়ে দিতে পারে। সেসব দেখাতেই পৃথিবীর নানা প্রান্তের পর্যটকদের নিয়ে সমুদ্রের তলায় ডুব দেয় ডুবোজাহাজ।

মিশর বলতে সকলেই বোঝেন পিরামিড আর ধুধু বালির মরুভূমি। কিন্তু সেই মিশরেই যে পর্যটকদের জন্য লোহিত সাগরের জলে ডুবোজাহাজ ডুব দেয় প্রবাল প্রাচীর দেখাতে তা বিশেষ পরিচিত নয় অনেকের কাছে।

তবে যাঁরা সেখানে বেড়াতে যান তাঁরা জানেন লোহিত সাগরে এই ডুবোজাহাজে করে প্রবাল প্রাচীর দেখতে যাওয়ার সুবিধা রয়েছে। আর সেই সুবিধাই কাজে লাগাতে হারগাদা সমুদ্র শহরে হাজির হয়েছিলেন একদল রাশিয়ান পর্যটক। যাঁদের মধ্যে শিশুরাও ছিল। মোট ৪৫ জন জলের তলায় নামেন। এঁদের মধ্যে পর্যটক ছাড়াও ছিলেন ডুবোজাহাজের কর্মীরা।

এঁদের নিয়ে ডুবোজাহাজটি লোহিত সাগরে ডুব দেয়। জলের তলার এই পর্যটন উপভোগও করছিলেন পর্যটকরা। আচমকাই ডুবোজাহাজটির ওপর নিয়ন্ত্রণ হারান চালক।

জলের তলায় সেটি অনিয়ন্ত্রিত গতিতে সোজা গিয়ে ধাক্কা দেয় প্রবাল প্রাচীরেই। যে চোখ জুড়িয়ে দেওয়া সৌন্দর্য উপভোগ করতে জলের তলায় নামা সেই প্রবাল প্রাচীরে ধাক্কা দিয়েই ভাঙে ডুবোজাহাজটি।

দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ৩৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের মধ্যে ১৪ জনকে হারগাদা শহরের হাসপাতালে ভর্তিও করা হয়। বাকি ৭ জনের কোনও খোঁজ নেই। এঁদের মধ্যে ৬ জন রাশিয়ান পর্যটক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Egypt

Recent Posts