World

১০০ বছর পর ফের মাটি খুঁড়ে পাওয়া গেল ফারাওয়ের রাজকীয় ছোঁয়া

এরমধ্যে ১০০ বছরের বেশি সময় পার হয়ে গেছে। শেষ ১৯২২ সালে এমন কিছু পাওয়া গিয়েছিল মিশরে। তারপর আবার পাওয়া গেল তার খোঁজ।

Published by
News Desk

তাঁর সমাধি কোথায় হারিয়ে গেছে তার খোঁজ ছিলনা। কিন্তু মিশরের রাজা ফারাও দ্বিতীয় থুতমোস-এর নাম সকলের জানা। তাঁর সমাধিটি কোথায় সেটাই এতদিন পাওয়া যায়নি। এমনকি ১৯২২ সালের পর মিশরে কোনও ফারাওয়ের সমাধিই পাওয়া যায়নি। যা পাওয়া গিয়েছে তার আগে।

সম্প্রতি মিশরের লাক্সার-এ প্রত্নতাত্ত্বিকদের খননকার্যের পর একটি সমাধিক্ষেত্র উঁকি দেয়। দ্রুত সেই জায়গা সযত্নে মাটি সরিয়ে পরিস্কার করে ফেলা হয়। বেরিয়ে আসে এক ফারাওয়ের রাজকীয় সমাধিক্ষেত্র।

শ্বেত স্ফটিকের যান ও সমাধির গায়ে খোদাই করা নানা লিপি থেকে প্রত্নতাত্ত্বিকরা জানতে পারেন এই রাজকীয় সমাধি ফারাও দ্বিতীয় থুতমোস-এর। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হাতশেপসুত-এর সমাধিও পাওয়া গিয়েছে। ওই একই জায়গা থেকে উদ্ধার হয় এই ২ সমাধি।

১৯২২ সালে ফারাও তুতেনখামেনের পর এই প্রথম কোনও রাজার সমাধিক্ষেত্র উদ্ধার হল মিশরে। তাই মিশর সরকারও এই সমাধির খোঁজ পাওয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অন্য রাজাদের সমাধির মত অবশ্য এই সমাধিতে অনেক জিনিসের দেখা মেলেনি। বিশেষজ্ঞেরা মনে করছেন ফারাও দ্বিতীয় থুতমোস-এর জীবনাবসানের পর যখন তাঁর রাজকীয় সমাধিক্ষেত্রে তৈরি হচ্ছিল তখন ওই জায়গা বন্যার কবলে পড়ে।

ফলে অনেক কিছুই ভেসে যায় বা সরিয়ে ফেলা হয়। তাই ওই সমাধিক্ষেত্রে সব কিছুর দেখা মেলেনি। সেসব কাছেপিঠেই কোথাও থাকতে পারে বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। তাই তার খোঁজও শুরু হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Egypt