World

ছুটির দিনে বিনা পয়সায় দরিদ্রদের চুল কেটে বেড়ান দরিদ্রদের পরামানিক

তিনি নিজেকে দরিদ্রদের পরামানিক বলে পরিচয় দেন। নিজের ছুটির দিনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তিনি। দরিদ্রদের ধরে ধরে বিনা পয়সায় চুল কেটে দেন।

Published by
News Desk

ছুটির দিন সকালে মানুষজন বেড়াতে যান, সিনেমায় যান, আড্ডা দিতে বার হন। অথবা কিছু না হলে বাড়িতেই শুয়ে বসে অলস সময় কাটান। কিন্তু এই যুবকের এসবে মন নেই।

তিনি তাঁর ছুটির দিনে সকালেই হাতে কাঁচি সহ চুল, দাড়ি কাটার অন্যান্য সরঞ্জাম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। খুঁজে বেড়ান শহরের হত দরিদ্র মানুষগুলোকে। যাঁদের চুল, দাড়ি বড় হয়ে গেলেও তাঁরা তা কাটিয়ে উঠতে পারেননি। চুল, দাড়ি কাটার টাকাটা বাঁচানোর চেষ্টা করেছেন।

এঁদের খুঁজে বার করে এঁদের বিনামূল্যে চুল, দাড়ি কেটে দেন রমজান খৈরি। খৈরির মতে, তিনি একটা সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন। সেসময় তাঁর পাশে দাঁড়ান একজন। তিনি তাই ছুটির দিনে কিছু মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর মতে, এতে মানুষের একে অপরের পাশে দাঁড়ানোর প্রবণতা বাড়ে।

পেশায় তিনি একজন ক্ষৌরকার বা পরামানিকই। অন্য দিনে তিনি যে দোকানে কাজ করেন সেখানে অর্থের বিনিময়ে চুল, দাড়ি কেটে দেন। যেমনটা হয়ে থাকে। আর ছুটির দিনে তিনি রাস্তায় বেরিয়ে পড়েন মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে।

রমজান যা করেন তাঁর যে বিষয়ে দক্ষতা তাকে কাজে লাগিয়ে। তাঁর এই ছুটির দিনে দরিদ্রদের চুল, দাড়ি কেটে দেওয়ার জন্য মিশরের বেহেইরা শহরে রমজান খৈরি এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন।

Share
Published by
News Desk
Tags: Egypt