World

২৬০০ বছরে কেউ খোলেনি, প্রাচীন সমাধি থেকে মিলল তাবিজ, জপমালা

বালির তলায় কবেই হারিয়ে গিয়েছিল সমাধি ২টি। তারপর শত শত বছর পার হয়েছে। অবশেষে সেই জোড়া সমাধির খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা।

Published by
News Desk

বালির তলায় কত কিছুই তো হারিয়ে গেছে। এখনও যে কত কিছু জানা বাকি তা ফের একবার প্রমাণ হল মিশরের মিনিয়া এলাকা থেকে। এখানেই বালির তলায় হারিয়ে যাওয়া অতীতের খোঁজ চালাচ্ছিল স্পেনের প্রত্নতাত্ত্বিকদের একটি দল।

প্রত্নতাত্ত্বিকরা বালির তলা থেকে ২টি সমাধির খোঁজ পান। যেগুলি মনে করা হচ্ছে যিশুখ্রিস্টের জন্মের প্রায় ৬০০ থেকে ৫০০ বছর আগের সময়ের।

সে সময় মিশরে ছিল সাইতে রাজত্ব। সে সময় এই সমাধি ২টি নির্মাণ করা হয়েছিল। কয়েক শতক আগে হয়তো এর ১টি একবার খোলাও হয়।

তবে দ্বিতীয় সমাধিটি সেই যে প্রায় ২ হাজার ৬০০ বছর আগে বন্ধ হয়েছিল তারপর থেকে তা আর খোলা হয়নি। তারপর এই প্রথম খুললেন প্রত্নতাত্ত্বিকরা।

মিশরে পিরামিডের মতই নানা সমাধি ছড়িয়ে রয়েছে। তেমনই এই ২টি সমাধি খুলে দেখা গেছে তার মধ্যে রয়েছে লাইমস্টোন দিয়ে তৈরি ২টি কফিন। যার মধ্যে ২টি দেহ রয়েছে। যার মধ্যে একজনের সোনার জিভ রয়েছে।

কফিনে থাকা একটি দেহ এক নারীর। কফিনগুলির মধ্যে থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মিশরিয় ক্যানোপিক পাত্র। সমাধি থেকে উদ্ধার হয়েছে ৪০২টি পালিশ করা বিভিন্ন ছবি আঁকা রঙিন পাত্র। এছাড়া পাওয়া গেছে বেশ কয়েকটা তাবিজ এবং একটি সবুজ জপমালা।

প্রসঙ্গত গত কয়েক বছরে মিশরে একের পর এক আবিষ্কার প্রাচীন বহু জিনিস সামনে এনেছে। যা যুগ যুগ ধরে বালি ও মাটির তলায় চাপা পড়েছিল সেখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Egypt