World

রেলস্টেশনে আগুন, মৃত ২০

Published by
News Desk

দেশের রাজধানী শহরের প্রধান রেলস্টেশন বলে কথা! ফলে ব্যস্ততা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মিশরের রাজধানী কায়রোর সেই রেলস্টেশনেই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। একটি ট্রেন স্টেশনে ঢুকে সোজা গিয়ে ধাক্কা মারে স্টেশনের শেষ প্রান্তে। ধাক্কার পরই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়ায়। আগুন লেগে যায় স্টেশনেও। ট্রেনটি তো জ্বলছিলই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনে ভস্মীভূত ট্রেনের কামরা, ছবি – আইএএনএস

এই ঘটনায় ২০ জন যাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দেহগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। অনেক যাত্রী আহত। তাঁদের চিকিৎসা চলছে। ৪০ জন কমপক্ষে হাসপাতালে ভর্তি। ঘটনার পরই পুড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের তৎপরতা, ছবি – আইএএনএস

কেন এই ট্রেন দুর্ঘটনা, কেন এই আগুন, তা এখনও পরিস্কার নয়। তা জানতে তদন্ত হচ্ছে। এদিকে ঘটনার পর কায়রো স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগুনে স্টেশনের প্রধান কার্যালয়টিই পুড়ে গিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts