World

চমকপ্রদ খোঁজ, মিলল ৫০টি নতুন মমি

এই খোঁজ সামনে আসতে আলোড়ন পড়ে গেছে। মমিগুলি যাঁদের তাঁরা যে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তা গবেষকদের কাছে পরিস্কার।

Published by
News Desk

৫০টি নতুন মমির খোঁজ মিলল। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে ৪টি নতুন চেম্বারের খোঁজ পান। সেইসব চেম্বারেই রাখা ছিল মমিগুলি। যারমধ্যে ১২ বছরের এক বালকও রয়েছে।

চমকপ্রদ এই খোঁজ সামনে আসতে হৈহৈ পড়ে গেছে। এগুলো কাদের কাদের মমি তা অজানা। তবে এঁরা সকলেই যে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তা গবেষকদের কাছে পরিস্কার।

মমিগুলির খোঁজ মিলেছে মিশরের রাজধানী শহর কায়রোর কাছে মিনিয়ার তুনা এল-গেবেল সাইটে। এখানেই মাটির ৯ মিটার গভীরে ৪টি চেম্বারের মধ্যে মমিগুলির খোঁজ মিলেছে।

কিছু মমি লিনেন দিয়ে মোড়া ছিল। বাকি মমিগুলি হয় পাথরের কফিনে অথবা কাঠের সারকোফেগাসের-র মধ্যে ছিল।

মমিগুলির বয়স দেখা গেছে খ্রিষ্টপূর্ব ৩০৫ থেকে ৩০ বছরের মধ্যে। মিশরের অ্যান্টিকুইটিজ মন্ত্রক দেশের বিভিন্ন প্রান্তে এমন খোঁজ চালিয়ে থাকে।

প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করেন। তাঁরাই তুনা এল-গেবেল সাইটে মাটি খুঁড়ে এই মমিগুলি উদ্ধার করলেন। যাকে একটা বড় খোঁজ হিসাবেই দেখছে গোটা বিশ্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Egypt

Recent Posts