Categories: Sports

পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইস্টবেঙ্গলের

Published by
News Desk

প্রথমার্ধে ২ গোল হজম করার পর জেতার আসা একরকম ছেড়েই দিয়েছিলেন সমর্থকদের অনেকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর এগিয়ে থাকা আইজল এফসির ইমানুয়েলকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খলতে থাকে তারা। ২ গোলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের একজন খোলোয়াড় কম থাকার সুবিধা পুরোপুরি কাজে লাগায় ব়্যান্টিরা।

এর পরটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ছিল স্বপ্নের মত। পরপর ৩টি গোল করে ব়্যান্টি শুধু হ্যাটট্রিকই করেননি ইস্টবেঙ্গলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এই জয়ের পর লিগে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার তৃতীয় স্থানে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

Share
Published by
News Desk
Tags: East Bengal

Recent Posts