Categories: Sports

ফেড কাপে লাল-হলুদের দৌড় শেষ

Published by
News Desk

লাজং-এর কাছে হেরে ফেড কাপ থেকে বিদায় নিল মর্গানের ছেলেরা। এদিন নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু গত ম্যাচে লাজং লাল-হলুদকে হারিয়েছিল ২-১ গোলে। ফলে স্কোর দাঁড়ায় ৩-৩। ফয়সালার জন্য অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। আর সেখানেই বাজিমাত করে লাজং। ১১৪ মিনিটের মাথায় উইলিয়ামসের গোলে দুই ম্যাচের গোল ব্যবধানে ৩-২ য়ে এগিয়ে যায় শিলং লাজং। যা শেষ পর্যন্ত ধরে রাখে তারা। ফলে এদিন বারাসত স্টেডিয়ামেই শেষ হয়ে গেল এবারের মত ইস্টবেঙ্গলের ফেড কাপ দৌড়। অন্যদিকে এদিন ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেড কাপের সেমিফাইনালের টিকিট পকেটে পুরে নিল লাজং।

Share
Published by
News Desk
Tags: East Bengal

Recent Posts