Categories: Sports

গুরুত্বপূর্ণ ম্যাচে হারল ইস্টবেঙ্গল

Published by
News Desk

বাংলার ঘরে আই লিগ আসার শেষ সম্ভাবনার সমাপ্তি। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই আই লিগ জয়ের দোরগোড়া থেকে আচমকা অনেকটা পিছিয়ে গেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল শুরু থেকে তেমন জায়গায় না থাকলেও শেষ পর্যন্ত সুযোগ তৈরি করে ফেলেছিল। কিন্তু এদিনের হার সেই আশায় কার্যত জল ঢেলে দিল। বেঙ্গালুরুর মাঠে এদিন ২৭ মিনিটে ডংয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু সেই আনন্দ বুঝে ওঠার আগেই গোল শোধ করে দেয় বেঙ্গালুরু। ১ মিনিট পরেই খেলায় সমতা ফেরায় বেঙ্গালুরুর লিংডো। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও, দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৬৮ মিনিটে পরপর দুটি গোল করে ৩-১এর ব্যবধান তৈরি করে দেয় বেঙ্গালুরু। সেই ব্যবধান আর শেষ পর্যন্ত কমাতে পারেনি বিশ্বজিতের ছেলেরা।

Share
Published by
News Desk
Tags: East Bengal

Recent Posts