Categories: Sports

আই লিগে ইস্টবেঙ্গলকে রুখে দিল মুম্বই

Published by
News Desk

ইস্টবেঙ্গলকে রুখে দিল লিগ টেবিলে নিচের দিকে থাকা মুম্বই এফসি। এদিন বারাসতে প্রথমে গোল করে এগিয়ে যায় মুম্বই। ১৫ মিনিটের মাথায় লাল হলুদের জালে বল জড়িয়ে দেন স্টিভেন ডায়াস। কিন্ত ১০ মিনিটের ম‌ধ্যেই ম্যাচে সমতা ফেরান ইস্টবেঙ্গলের ব়্যার্ন্টি মার্টিন্স। প্রথমার্ধে ১-১ গোল থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এক গোলে এগিয়ে দেন মেন্ডি। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৭ মিনিটের মাথায় গোল শোধ করেন মুম্বইয়ের আশুতোষ মেহতা। খেলা শেষ হয় ২-২ গোলে। এদিন মুম্বইয়ের কাছে আটকে যাওয়ায় লিগ জয়ের থেকে ইস্টবেঙ্গলও কিছুটা দূরে চলে গেল।

Share
Published by
News Desk
Tags: East Bengal

Recent Posts