Sports

ডুডুর শেষ মুহুর্তের গোলে লিগ জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

Published by
News Desk

পাহাড়ে শিলং লাজংয়ের সঙ্গে জিততে পারলে লিগ জয়ের দৌড়টা অনেকটা নিশ্চিত করে তুলতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু জয় দূরে থাক এদিন পাহাড়ে হারতে হারতে শেষ মুহুর্তের গোলে খেলায় সমতা ফিরিয়েছে লালহলুদ। ত্রাণকর্তা সেই ডুডু। এদিন কিন্তু শুরুতে ১৯ মিনিটের মাথায় ডুডুর গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ ১-০-তে এগিয়ে থেকে শেষ করা ইস্টবেঙ্গল সমর্থকেরা তখন জয়ের আশায় ফুটছেন। কিন্তু সেসব আশায় জল ঢেলে দ্বিতীয়ার্ধে খেলার ৪৯ মিনিটের মাথায় ডোলিংয়ের গোলে সমতা ফেরায় লাজং।

এরপর খেলার ৬৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় লাজং। অব্যর্থ পেনাল্টিতে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন লাজংয়ের স্যামুয়েল। পিছিয়ে পড়া ইস্টবেঙ্গলের তখন ভয়ংকর পরিস্থিতি। হাতে মাত্র ২১ মিনিট। হারলে শুধু ম্যাচ হাতছাড়াই নয়, লিগও হাতছাড়া। এই অবস্থায় আক্রমণের পর আক্রমণ হানতে থাকে ইস্টবেঙ্গল। অবশেষে ৮৮ মিনিটের মাথায় ফের ডুডুর গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এদিনের ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল ১৭ ম্যাচ খেলে ৩০ পয়েন্টে দাঁড়াল। লিগ টেবিলে ৪ নম্বরে রয়েছে তারা।

Share
Published by
News Desk
Tags: East Bengal

Recent Posts