Sports

সেমিফাইনালের টিকিট পাকা করল ইস্টবেঙ্গল

Published by
News Desk

ফেডারেশন কাপে মোহনবাগান লিগের প্রথম ২ ম্যাচেই সেমিফাইনালের রাস্তা পাকা করে রেখেছে। কিন্তু ইস্টবেঙ্গলের শর্ত ছিল শেষ ম্যাচ হারলে চলবে না। হারলেই এবারের মত ফেড কাপে ইতি। সামনে আবার দুরন্ত ফর্মে থাকা আইলিগ বিজয়ী আইজল দল। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিতে না পারলেও হারল না লালহলুদ। ২ দলের সামনেই ৯০ মিনিটের খেলায় বিভিন্ন সময়ে গোলের সম্ভাবনা তৈরি হলেও শেষ প‌র্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফেড কাপের সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলে ইস্টবেঙ্গল। অন্যদিকে শুক্রবার বেঙ্গালুরুর বিরুদ্ধে লিগের শেষে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। মোহনবাগানের জন্য ম্যাচটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও বেঙ্গালুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী মোহন শিবিরের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। এদিকে এই ম্যাচকে ছোট করেও দেখছে না সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচ জিতে গ্রুপ লিগে হ্যাটট্রিক করে মনোবল চাঙ্গা রাখতে চাইছে টেনশনহীন সবুজমেরুন।

 

Share
Published by
News Desk
Tags: East Bengal

Recent Posts