National

আন্দামানে ভূমিকম্প, মাত্রা ৫.৯

Published by
News Desk

বড় ধরণের কম্পনের শিকার হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। কম্পনের কেন্দ্রস্থল নিকোবর দ্বীপপুঞ্জের কাছে জলের ১০ কিলোমিটার গভীরে। খুব গভীরে কম্পনের কেন্দ্রস্থল না হলেও এই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভারতের নিজস্ব সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থার দিকে নজর রেখেই সুনামি সতর্কতা জারি করার প্রয়োজন বোধ করেনি। কম্পনের মাত্রা বেশ ভাল হলেও এর জেরে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। সেভাবে কোনও সম্পত্তি নষ্টের খবরও মেলেনি। মঙ্গলবার সকাল ৮টা ২১ মিনিটে কম্পন হয়। এদিন জম্মু কাশ্মীরের কাথুয়াতেও অল্প কম্পন অনুভূত হয়। তবে তা বিশেষ গুরুত্বের দাবি রাখেনা।

 

Share
Published by
News Desk