Categories: Kolkata

বিকেলের কলকাতায় ভূমিকম্প, ছড়াল আতঙ্ক

Published by
News Desk

ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ গোটা উত্তরপূর্ব ভারত। কম্পনের কেন্দ্রস্থল ছিল মায়ানমার। ভারতীয় সীমানা থেকে ৫০০ কিলোমিটার দূরে। কম্পনের মাত্রা ছিল ৬.৮। বিকেল ৪টে ৮ মিনিট নাগাদ রাজ্যে কম্পন অনুভূত হয়। ১০ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। কিন্তু ওই কয়েক সেকেন্ডেই তীব্রতা মালুম পেয়েছেন রাজ্যবাসী। টেবিল, চেয়ার, আসবাব, পাখা, কম্পিউটার সবই ঠকঠক করে কাঁপতে থাকে। আতঙ্কে বহু মানুষ বাড়ি বা অফিস থেকে ফাঁকা জায়গায় ছুটে বেরিয়ে আসেন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে। জলপাইগুড়ি থেকে পূর্ব মেদিনীপুর, আতঙ্কের চেহারাটা ছিল একইরকম। কলকাতায় কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায়। নবান্নে ভূমিকম্পের পর ছুটি ঘোষণা করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবাও। তথ্য প্রযুক্তির তালুক সেক্টর ফাইভে বহু কর্মী অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অসম ও বিহারেও কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts