National

সোমবার ভর দুপুরে ফের কেঁপে উঠল রাজধানী

ফের কেঁপে উঠল দিল্লি। ফের ভূমিকম্প। দিল্লিতে এখন ভূমিকম্প কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Published by
News Desk

নয়াদিল্লি : মাসে ২ থেকে ৩ বার কম্পন হচ্ছে দিল্লিতে। গত ২ মাসে তেমনটাই দেখা গেল। কয়েকদিনের ব্যবধানেই কেঁপে উঠছে দিল্লি। সোমবার ফের কেঁপে উঠল দিল্লি সহ আশপাশের এলাকা। ঠিক দুপুর ১টায় কম্পন অনুভূত হয়। যদিও কম্পনের মাত্রা বিশাল কিছু ছিলনা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.১। যা খাতায় কলমে মৃদু কম্পন হিসাবেই পরিচিত।

কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে ১৩ কিলোমিটার দূরে। মাটির ১৮ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। কম্পনের মাত্রা বেশি না থাকলেও কম্পন অনুভূত হতে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। নয়ডাতেও কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে দিল্লিতে গত ২৯ মে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৬। তার আগে ১৫ মে কম্পন অনুভূত হয়, মাত্রা ছিল ২.২। তার আগে ১০ মে কম্পন হয়। তার আগে ১২ ও ১৩ এপ্রিল কম্পন হয়। সব কম্পনই ২ থেকে ৩ মাত্রার মধ্যে ছিল। এদিনও যে কম্পন হল তা ওই সীমার মধ্যেই রয়েছে। তবে যতই কম্পনের মাত্রা কম হোক দিল্লিবাসীর মধ্যে একটা অজানা আশঙ্কা কিন্তু দানা বাঁধছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Earthquake

Recent Posts