National

জোড়াল কম্পন, বাড়ি ছেড়ে রাস্তায় দিল্লিবাসী

দিল্লিতে কম্পন এখন প্রায়ই হচ্ছে। শুক্রবার রাতেও কম্পন অনুভূত হল। এদিনের কম্পনের মাত্রা অন্য দিনের চেয়ে বেশি।

Published by
News Desk

নয়াদিল্লি : শুক্রবার রাত তখন ৯টা ৮ মিনিট। করোনা বিধ্বস্ত দিল্লির অনেকটাই তখন গৃহবন্দি। আচমকাই কেঁপে ওঠে রাজধানী। এদিন কম্পন ছিল জোড়াল। ফলে সকলেই বিলক্ষণ টের পান ভূমিকম্প হচ্ছে। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে তখনই বাইরে বেরিয়ে আসেন। কম্পন বেশ কয়েক সেকেন্ড টানা স্থায়ী হয়। বাড়ির আসবাব নড়তে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৪.৬। কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার রোহতক। উৎসস্থল ছিল মাটির ৩.৩ কিলোমিটার নিচে। দিল্লি ও তার আশপাশ জুড়ে অল্প সময়ের ব্যবধানেই কিন্তু ভূমিকম্প হচ্ছে। যা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এমন ঘন ঘন কম্পন আতঙ্ক বাড়াচ্ছে।

এদিন যে কম্পন যথেষ্ট মাত্রায় অনুভূত হয়েছে তা মেনে নিচ্ছেন দিল্লির অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন তাঁরা। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। যদিও আতঙ্ক ছড়ায়। যার জেরে অনেক রাত পর্যন্ত মানুষ ঘরে ঢোকার সাহস পাননি। এর আগে দিল্লিতে গত ১৫ মে কম্পন অনুভূত হয়, মাত্রা ছিল ২.২। তার আগে ১০ মে কম্পন হয়। তার আগে ১২ ও ১৩ এপ্রিল কম্পন হয়। সব কম্পই ২ থেকে ৩ মাত্রার মধ্যে ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Earthquake

Recent Posts