National

মধ্যরাতে জোড়াল কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৫.৮

Published by
News Desk

নিঝুম রাত। ঘড়ির কাঁটায় তখন পৌনে ২টো। গোটা ভারতই তখন ঘুমে কাতর। সেই সময় আচমকাই ঘুম ছুটিয়ে দিল ভূকম্পন। ধড়মরিয়ে উঠে পড়লেন মানুষজন। ঘুম চোখেই পরিবার নিয়ে অনেকে বেরিয়ে এলেন রাস্তায়। কম্পন এতটাই হয় যে কাঁপতে থাকে চারধার। অনেকের মাথাও ঘুরতে থাকে। ভারতের পূর্বপ্রান্তের রাজ্য অরুণাচল প্রদেশে কম্পন অনুভূত হয় সবচেয়ে বেশি। এছাড়া অসম‌, মণিপুর, নাগাল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। যা জোড়াল কম্পন হিসাবেই চিহ্নিত হয়।

মধ্যরাতের এই কম্পনের কেন্দ্রস্থল ছিল অরুণাচলের পশ্চিম সিয়াং জেলা। তবে কম্পন কিন্তু এদিন দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিলনা। মায়ানমারেও কম্পন অনুভূত হয়। কম্পন হয় ভুটানেও। চিন জানিয়েছে তিব্বতেও কম্পন অনুভূত হয়েছে। সব মিলিয়ে এদিন মধ্যরাতে অনেকেরই ঘুম ছুটিয়ে দেয় ভূমিকম্প। কম্পনের জেরে আতঙ্ক দানা বাঁধে যথেষ্টই। তবে প্রাথমিক হিসাবে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবর নেই। সম্পত্তিও বিশেষ নষ্ট হয়নি বলেই প্রশাসনিকভাবে জানান হয়েছে।

অরুণাচল সহ পূর্ব ভারতের রাজ্যগুলি কিন্তু খতায় কলমে ভূমিকম্প প্রবণ অঞ্চল। বিশ্বের যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলি রয়েছে তার একটি এটি। পৃথিবীর তীব্র ভূমিকম্প প্রবণ এলাকার যে তালিকা রয়েছে তার ৬ নম্বরে রয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk