National

কেঁপে উঠল হিমাচল, ছড়াল আতঙ্ক

Published by
News Desk

সকাল তখন ৭টা ৩৫ মিনিট। সবে ব্যস্ত হতে শুরু করেছে ঠান্ডায় কাবু হিমাচল প্রদেশ। অনেক জায়গা এখনও বরফে ঢাকা। সেই হিমাচলের কাঙরা জেলায় এদিন ছড়ায় আতঙ্ক। ভূমিকম্পের আতঙ্ক। সকাল ৭টা ৩৫-এ কেঁপে ওঠে কাঙরার বিস্তীর্ণ এলাকা। তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা খুব বেশি ছিলনা। ৩.৫ ছিল মাত্রা।

হিমাচল প্রদেশে তুষারাবৃত হিমালয়ের ধৌলাধর রেঞ্জ, ছবি – আইএএনএস

৩.৫ মাত্রার কম্পনে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না, হয়ওনি। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে কিছুক্ষণের জন্য ঘরের বাইরে চলে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন। পরে অবশ্য জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে।

ফাইল : হিমাচলে তুষারপাত, ছবি – আইএএনএস

ফেব্রুয়ারির ৫ তারিখেই জোড়া কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের মান্ডি ও চাম্বা জেলায়। সেটাও খুব শক্তিশালী কম্পন ছিলনা। এদিন কাঙরার কম্পনও শক্তিশালী নয়। তবে বারবার এখানে কেন কম্পন হচ্ছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় মানুষের মধ্যে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk