Categories: Kolkata

ফের এপ্রিলে ভূমিকম্প, কাঁপল কলকাতা

Published by
News Desk

জোড়াল ভূমিকম্পে কাঁপল কলকাতা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার কেঁপে ওঠে শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারত মায়ানমার সীমান্ত, ভূপৃষ্ঠের ১৩৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের প্রভাবে বন্ধ হয়ে যায় কলকাতার মেট্রো চলাচল।

কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও, মালদা, দুই দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রবল কম্পন অনুভূত হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিন প্রবল কম্পন অনুভূত হয় সমগ্র উত্তরপূর্ব ভারতে। ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও।

Share
Published by
News Desk