National

হিমালয়ের কোলে ফের ভূমিকম্প

Published by
News Desk

ফের ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়ের পাদদেশের মাটি। গত শুক্রবার সকালে কেঁপে উঠেছিল জম্মু কাশ্মীর। শনিবার কেঁপে উঠল পাশের রাজ্য হিমাচল প্রদেশ।

যদিও জম্মু কাশ্মীরের মতই এদিন মৃদু ভূমিকম্পই অনুভূত হয় হিমাচলে। কম্পনের মাত্রা ছিল ৩.৩। যা কখনই আতঙ্কের নয়। তবে একই এলাকার মধ্যে বারবার এই কেঁপে ওঠা কিন্তু মানুষের মনে অশনি সংকেতের ইঙ্গিত বলে মনে হচ্ছে।

এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ চাম্বা জেলার বিস্তীর্ণ এলাকায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থলও ছিল চাম্বা এলাকা। যা জম্মু কাশ্মীর ও হিমাচলের সীমান্তে অবস্থিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk