National

বরফে ঢাকা উপত্যকায় ভূমিকম্প

Published by
News Desk

সকাল ৮টা ২১ মিনিট। তখনও ভাল করে দেখা যাচ্ছে না চারধার। কেবল বরফ আর বরফ। এমনিতেই নতুন করে তুষারপাত শুরু হয়েছে জম্মু কাশ্মীরে। ফলে জনজীবন বিপর্যস্ত। তারমধ্যেই কেঁপে উঠল মাটি। ভূমিকম্প অনুভূত হল জম্মু কাশ্মীরে। যদিও কম্পনের মাত্রা তেমন একটা ছিলনা। রিখটার স্কেলে ৩। ফলে তা মৃদু কম্পনের তালিকায় পড়ছে। তবু এখানে যেভাবে প্রায়ই মৃদু বা মাঝারি কম্পন অনুভূত হচ্ছে তাতে স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক তো কাজ করছেই।

শুক্রবার সকালের এই কম্পনের কেন্দ্রস্থল ছিল জম্মু কাশ্মীরেরই মাটির তলায়। মাটির ১০ কিলোমিটার নিচে ছিল কেন্দ্র। এদিনের কম্পনে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk