National

ভূমিকম্পে ছড়াল আতঙ্ক

Published by
News Desk

উত্তরাখণ্ডের উত্তরকাশী। উত্তরকাশীর পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১৫৮ মিটার উঁচুতে অবস্থিত এই শৈলশহরের নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। আবার এই শহর পরিচিত একটি পবিত্র শহর হিসাবেও। সেখানেই মঙ্গলবার ভোর ৬টা ২০ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। যা খুব বড় ধরণের কম্পন নয়। খাতায় কলমে মৃদু ভূমিকম্প। তবে তার জেরে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে হিমালয়ের কোলে পাহাড়ি এই শহরে। কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার যমুনানগর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk