National

আবারও আতঙ্ক জাগিয়ে অক্টোবরে কাঁপল উপত্যকার মাটি

Published by
News Desk

রবিবার সন্ধ্যা ৬টা বেজে ৬ মিনিটে ফের কেঁপে উঠল কাশ্মীর উপত্যকার মাটি। ছড়াল আতঙ্ক। তবে এবারের কম্পনের মাত্রা ছিল নেহাতই কম। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড হয়েছে ৩ দশমিক ৩। কোনও ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরেই ছিল। গত কয়েকদিনে এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হল কাশ্মীরে। জম্মু কাশ্মীর ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত বলে এই ধরণের কম্পন উপত্যকায় হতেই থাকে।

প্রসঙ্গত, অক্টোবরে ভূমিকম্প হলেই উপত্যকাবাসীর শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। ফিরে আসে ২০০৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ভয়াল স্মৃতি। ৭ দশমিক ৬ তীব্রতার যে ভূমিকম্প কেড়ে নিয়েছিল ৮০ হাজার মানুষের প্রাণ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk