National

ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ

Published by
News Desk

রবিবারের সকালে কেঁপে উঠল কাশ্মীর। সকাল ৮টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৬। কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ২০৬ কিলোমিটার গভীরে। মাটির অনেকটা গভীরে হওয়ায় কম্পনের মাত্রা ছিল মাঝারি। কম্পন অনুভূত হলেও তা থেকে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে আতঙ্ক বেশিক্ষণ স্থায়ী হয়নি।

গত ২০০৫ সালের ৮ অক্টোবর ভূস্বর্গের লাইন অফ কন্ট্রোলের এপার ওপার মিলিয়ে প্রবল কম্পন অনুভূত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৮০ হাজার মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Earthquake

Recent Posts