National

ভূমিকম্পে কাঁপল রাজধানী

Published by
News Desk

হরিয়ানা থেকে দিল্লি। রবিবার ছুটির দিনে এই অঞ্চল সহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করল ভূকম্পন। রবিবার বিকেল তখন ৪টে ৩৭ মিনিট। ভূমিকম্পে কেঁপে ওঠে হরিয়ানার বিস্তীর্ণ এলাকা। কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। খাতায় কলমে মৃদু ভূমিকম্প। কিন্তু ঘন জনবসতিপূর্ণ এলাকা জুড়ে এমন কম্পন মানুষের বুকের মধ্যেও আতঙ্কের কম্পন তৈরি করে।

শুধু দিল্লি বা হরিয়ানা বলেই নয় উত্তরপ্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে।

Share
Published by
News Desk
Tags: Earthquake

Recent Posts