National

ফের ভূমিকম্প, ছড়াল আতঙ্ক

Published by
News Desk

মৃদু কম্পনে কেঁপে উঠল গুজরাটের একাংশ। বৃহস্পতিবার ভূকম্পনের কবলে পড়ে রাজকোটের হাঞ্জিয়াসার গ্রাম। এদিন ভোর ৪টের দিকে পায়ের তলায় মাটি দুলে উঠতেই ঘুমের রেশ কেটে যায় বেশ কয়েকজন গ্রামবাসীর। প্রাণ বাঁচাতে সপরিবারে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। এদিনের ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাচাউয়ের নিকটবর্তী এলাকায়। ভূবিজ্ঞানীদের মতে এদিনের কম্পনের মাত্রা মৃদু কম্পনের আওতায় পরে। এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share
Published by
News Desk