National

ভূস্বর্গে ভূমিকম্প

Published by
News Desk

শনিবার সকালে কেঁপে উঠল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নিচে। কম্পন বড় ধরণের না হলেও কেঁপে ওঠার পরই কাশ্মীর উপত্যকা জুড়ে আতঙ্ক ছড়ায়। মানুষ ভয়ে দ্রুত বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই রাস্তার ওপর বসে থাকেন পরিবার নিয়ে।

আফটার শকের আতঙ্কও গ্রাস করেছিল তাঁদের। যদিও একবার কেঁপে ওঠার পর আর কোনও কম্পন অনুভূত হয়নি। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। সেই অর্থে কোনও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। কেবল শনিবাসরীয় সকালে কাশ্মীর উপত্যকা জুড়ে আতঙ্ক যা গ্রাস করল মানুষের মনে।

Share
Published by
News Desk