National

৬.১ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল ভারত, পাকিস্তানে মৃত ১

Published by
News Desk

ভূকম্পন হল আফগানিস্তানে। তার ধাক্কায় কেঁপে উঠল দিল্লি। বুধবার স্থানীয় সময় বেলা ১২টা বেজে ৩৬ মিনিট। আচমকাই মৃদু ভূকম্পনে কেঁপে ওঠে দিল্লি ও তার পার্শ্বস্থ অঞ্চল। সেই কম্পন চলে কয়েক সেকেন্ড। মাটির ভিতরে মৃদু কম্পনে আতঙ্ক ছড়ায় দিল্লির মেট্রোযাত্রীদের মধ্যেও। শুধু দিল্লি নয়, কম্পন অনুভূত হয় পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কাশ্মীরসহ উত্তরের একাধিক রাজ্যে। ভূমিকম্পের ফলে যদিও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি উত্তর ভারতের বাসিন্দাদের। আফগানিস্তানে কম্পনের জের অনুভূত হয়েছে আফগানিস্তান লাগোয়া পাকিস্তানেও। পাকিস্তানে ভূমিকম্পের জেরে ১ শিশুর মৃত্যু হয়।

আফগানিস্তানে হওয়া এই ভূমিকম্পকে তীব্র ভূমিকম্প হিসাবেই দেখা হচ্ছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। আতঙ্কে কাবুল সহ বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ বাড়ি অফিস ছেড়ে বেরিয়ে আসেন খোলা জায়গায়।

বুধবার দুপুরের ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালা। মাটি থেকে ১৯১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এদিকে ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের পেশোয়ার, বালুচিস্তান, লাহোরসহ একাধিক জায়গা প্রবলভাবে কেঁপে ওঠে। ভূকম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কিছু জায়গায় ঘরবাড়ি ভেঙে যায়। মাথার উপর ছাদ ভেঙে পড়ায় মৃত্যু হয় ১ শিশুর। আহত হন মৃত শিশুর পরিবারের ৯ সদস্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পাক প্রশাসন। অন্যদিকে আফগানিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়। তবে খোদ কাবুলে হতাহতের ঘটনা ঘটেনি।

Share
Published by
News Desk