National

কেঁপে উঠল রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশী

Published by
News Desk

এই নিয়ে ১ মাসের মধ্যে ৩ বার। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। বৃহস্পতিবার বিকেলবেলা কেঁপে ওঠে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশী। পৌনে ৫টা নাগাদ কেঁপে ওঠে উত্তরাখণ্ডের এই পাহাড়ি অঞ্চল। যার আধ্যাত্মিক মাহাত্ম্য কম নয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।

কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়। অনেকেই ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। অবশ্য স্বল্প মাত্রার কম্পনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও প্রাণ হানিরও খবর নেই। গত ৬ ডিসেম্বরেও কেঁপে উঠেছিল রুদ্রপ্রয়াগ। সেদিন মাত্রা ছিল আরও বেশি। কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও সেই কম্পনে বড় কোনও ক্ষতি হয়নি।

Share
Published by
News Desk