National

মাঝারি ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত

Published by
News Desk

মাঝারি ভূমিকম্পে কাঁপল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। বুধবার রাত্রি ৮টা ৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। দেরাদুন শহর থেকে ১২১ কিলোমিটার পূর্বে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় মাটির ৩০ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিল্লি ছাড়া হরিয়ানা ও উত্তরপ্রদেশেও কম্পন অনুভূত হয়।

সন্ধেরাত্তিরের কম্পনে বাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন আতঙ্কিত মানুষজন। তবে এখনও পর্যন্ত এদিনের ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share