World

ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্পে মৃত ৪৫০, জখম ৬০০০ছাড়াল

Published by
News Desk

গত রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ইরান-ইরাক সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। কম্পনের মাত্রা ছিল ৭.৩। কম্পনের জেরে বিশাল অংশ মাটিতে বসে যায়। বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই ৪৫০ জনের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এখন বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই নিশ্চিত প্রশাসন। কম্পনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী ইরান ভূখণ্ড। মৃতের সংখ্যাও বাড়ছে মূলত ইরানে। প্রায় ৬০০০ জন মানুষ আহত হয়েছেন। ইরানের সীমান্তবর্তী কারমানশা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পর বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সড়কপথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে হেলিকপ্টারের সাহায্যে দুর্গত এলাকায় পৌঁছচ্ছে সাহায্য।

ইরাক বা ইরানে এখন বেশ ঠান্ডা। তারমধ্যেই খোলা আকাশের নিচে পরিবার নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অনেক দুর্গত পরিবার। চারপাশে ধ্বংস আর মৃত্যুর হাহাকারের মধ্যে হারিয়ে গেছে মাথার ওপর ছাদটাও। এসব দুর্গত মানুষকে যত দ্রুত সম্ভব ত্রাণকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করছে দুই দেশের প্রশাসন।

Share
Published by
News Desk