আকাশে দেখা যেতে চলেছে বরফ চাঁদ, এই বিরল দৃশ্য দেখতে গেলে যা করতে হবে
সন্ধের আকাশে এবার দেখা যেতে চলেছে বরফ চাঁদ। এই বিরল দৃশ্য দেখার জন্য আর সামান্য সময়ের অপেক্ষা। যেভাবে দেখা যাবে এই বিরল দৃশ্য।
চাঁদের চারধারে প্রদক্ষিণ করার জন্য ৪ মহাকাশচারী এখন অধীর অপেক্ষায় দিন গুনছেন। এদিকে পৃথিবীর মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন বরফ চাঁদের দেখা পাওয়ার আশায়। ফেব্রুয়ারির শুরুতেই এই বরফ চাঁদের দেখা পেতে চলেছেন সাধারণ মানুষ।
সূর্যাস্তের সময় যখন চাঁদ দিগন্তে দেখা দেবে, তখন সবচেয়ে সুন্দর লাগবে এই বরফ চাঁদ। নাম বরফ চাঁদ হলেও চাঁদ এ সময় গাঢ় কমলা রংয়ের চোখ ঝলসানো রূপ নিয়ে দেখা দেবে।
ফেব্রুয়ারির ১ তারিখ পূর্ণিমা। ভারতে মাঘী পূর্ণিমা নামে খ্যাত এই পূর্ণিমার চাঁদ। আর পাশ্চাত্যে এটাই বরফ চাঁদ। কারণ এটা এমন একটা সময় যখন প্রচুর তুষারপাত হয়। যেহেতু এই সময় প্রচুর বরফ পড়ে তাই এই চাঁদকে বরফ চাঁদ বলা হয়।
স্নো মুন বা বরফ চাঁদ দেখার জন্য কোনও বিশেষ কিছু চোখে দেওয়ার দরকার নেই। খালি চোখেই দেখা যাবে এই পূর্ণিমার চাঁদকে। যা সুপারমুন না হলেও উজ্জ্বল দেখাবে আকাশে। শর্ত একটাই, আকাশে মেঘ থাকলে চলবে না। যদিও এটা এমন একটা সময় যখন আকাশে সাধারণভাবে মেঘ থাকেনা।
রবিবার সন্ধে নামার আগেই অপেক্ষায় থাকতে হবে বরফ চাঁদের দেখা পাওয়ার আশায়। সূর্যাস্তের সময় সুন্দর লাগবে এই চাঁদকে। আর তারপর অন্ধকার নেমে গেলে সন্ধে বা রাতের আকাশে ঝলমল করবে মাঘী পূর্ণিমার বরফ চাঁদ। যা দেখার জন্য আর অল্প সময়ের অপেক্ষা।













