মহাজাগতিক বিস্ময়, খালি চোখেই ধরা দেবে বৃহস্পতিগ্রহ, কবে দেখা যাবে এই বিরল দৃশ্য
মঙ্গল বা শুক্রগ্রহ খালি চোখেই দেখা যায়। এরা পৃথিবীর ২ প্রতিবেশি। এবার তার চেয়ে অনেক দূরের বৃহস্পতিগ্রহও খালি চোখে দেখা যাবে আকাশে।
পৃথিবীর কাছে আসছে বৃহস্পতিগ্রহ। যা এক বিরল সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। বহুদূরে থাকা বৃহস্পতিগ্রহকে এবার খালি চোখেই দেখতে পাওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
বৃহস্পতি যেহেতু মেঘে মোড়া তাই তাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে ধরা দেবে। এই প্রতিফলন এতটাই উজ্জ্বল আলো সৃষ্টি করবে যা সহজেই মানুষের নজরে পড়বে।
পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখান থেকে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবেনা। তার মানে ভারতেরও সব জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে।
আগামী ৯ জানুয়ারি ও ১০ জানুয়ারি বৃহস্পতিগ্রহকে সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখতে পাওয়া যাবে। এই সময় পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব কমে হবে ৬৩৩ মিলিয়ন কিলোমিটার। মানে ৬৩ কোটি ৩০ লক্ষ কিলোমিটার। সাধারণভাবে এই দূরত্বটা থাকে ৭১৪ মিলিয়ন কিলোমিটার।
ফলে বৃহস্পতিকে খালি চোখেই স্পষ্ট দেখা যাবে। এমনকি বৃহস্পতির ৪টি প্রধান উপগ্রহকেও দেখা যাবে। তবে তাদের দেখার জন্য স্বল্প ক্ষমতার বাইনোকুলার বা টেলিস্কোপ হলেই হবে। কেবল খালি চোখে তাদের দেখা যাবেনা।
কিন্তু বৃহস্পতিকে দেখার সুযোগটাই বা কম কি! এমন সুযোগ তো সবসময় আসেনা। তাই ৯ বা ১০ জানুয়ারি সন্ধে নামলে আকাশের দিকে চাইতে হবে। তাহলেই দেখা যাবে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটিকে। যার কথা অনেক মানুষ বইয়ের পাতায় পড়লেও চোখে দেখার সুযোগ পাননি।













