পৃথিবীর অভ্যন্তরের নতুন স্তর, ছবি - সৌজন্যে - অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়
পৃথিবী আজও রহস্যময়। তবে তাকে জানার লড়াই চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি-র একদল বিজ্ঞানী আদপে পরীক্ষা চালাচ্ছিলেন ভূমিকম্প নিয়ে।
ভূমিকম্পের সময় যে সিসমিক ওয়েভ তৈরি হয় তা নিয়ে ছিল পরীক্ষা। সেই সিসমিক ওয়েভ পরীক্ষা করতে গিয়েই তাঁদের নজরে আসে বিষয়টি। বিজ্ঞানীরা দেখেন পৃথিবীর একদম মাঝে অন্য কিছুও রয়েছে।
পৃথিবী কিন্তু এখন স্তরের ভিত্তিতে ৪ ভাগে বিভক্ত। পৃথিবীর একদম উপরিভাগকে বলা হয় ক্রাস্ট। ক্রাস্টের তলায় থাকে ম্যান্টল। ম্যান্টলেরও তলার স্তর হল দ্যা আউটার কোর। আর সর্বশেষ অর্থাৎ পৃথিবীর একদম পেটের অংশ হল দ্যা ইনার কোর।
এই ৪টি স্তরই পড়াশোনার সময় ছাত্রছাত্রীরাও জানতে পারে। কিন্তু এবার আরও একটি স্তরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। আর সেই স্তরের অস্তিত্ব মিলল সিসমিক ওয়েভ পরীক্ষা করতে গিয়ে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন তাঁরা সিসমিক ওয়েভ পরীক্ষা করতে গিয়ে দেখেছেন পৃথিবীর একদম মাঝখানে অর্থাৎ ইনার কোরেরও মাঝখানে রয়েছে একটি ধাতব বল। গলিত নয়, শক্ত ধাতব বল। যাকে বলা হচ্ছে ইনারমোস্ট ইনার কোর।
এই ইনারমোস্ট ইনার কোর-কে বলা হচ্ছে পঞ্চম স্তর। যার খবর এতদিন কারও কাছে ছিলনা। বিজ্ঞানীদের দাবি, তাঁদের কাছে তাঁদের দাবির স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি-র বিজ্ঞানীরা এও জানিয়েছেন, যে ২০ বছর আগে একটা জল্পনা তৈরি হয়েছিল এই ইনারমোস্ট ইনার কোর নিয়ে। তবে তা ছিল কেবল একটা ধারনা। যার স্বপক্ষে সেই অর্থে প্রমাণ ছিলনা।
তবে এখন তাঁরা প্রমাণ হাতে পেয়েছেন। যেখানে তাঁরা পৃথিবীর একদম পেটের মাঝখানে একটি ধাতব বলের সন্ধান পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা