পৃথিবী, প্রতীকী ছবি
পৃথিবী একটা পাক সম্পূর্ণ করে। যার মানে ১ দিন। ২৪ ঘণ্টা ঘড়ি ধরে সময়। তাতেই সম্পূর্ণ হয় পৃথিবীর একটা পাক খাওয়া। সেটাই গত ১০ জুলাই ১.৩৬ মিলি সেকেন্ড কম সময়ে শেষ করেছে পৃথিবী।
২৪ ঘণ্টার চেয়ে ১.৩৬ মিলি সেকেন্ড কম। এমনভাবেই গত ২২ জুলাইও কম সময়ে দিন শেষ করেছে পৃথিবী। গরমকালেই এই প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মিলি সেকেন্ড কম সময়ে শেষ করা পাকের কথা শুনে মনে হতেই পারে যে এ তো অতি সামান্য।
এজন্য কি সমস্যা হবে? বিশেষজ্ঞেরা কিন্তু বুঝতে পারছেন সমস্যা হবে। সমস্যা হবে কৃত্রিম উপগ্রহের, সমস্যা হবে জিপিএস-এ, সমস্যা হবে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায়। এজন্য বিজ্ঞানীরা যা ভাবা শুরু করেছেন তা কিন্তু আগামী দিনে ঘড়ি বদলে দেবে।
পৃথিবীতে নানা প্রান্তে নানা টাইম জোন রয়েছে। তবে বিশ্বের সব ঘড়ি ও সময়কে নিয়ন্ত্রণ ও চালনা করার জন্য কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম কাজে লাগানো হয়।
এই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম-এর থেকে ১ সেকেন্ড কমিয়ে ফেলার ভাবনাচিন্তা শুরু করেছেন বিজ্ঞানীরা। যাতে পৃথিবীর এই মাঝেমাঝেই ২৪ ঘণ্টার আগে দিন শেষ করা বড় কোনও সমস্যার সৃষ্টি করতে না পারে।
এখন প্রশ্ন হল পৃথিবী জোরে ঘুরছে কেন? বিজ্ঞানীরা মনে করছেন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন, মাটির তলায় গলিত পদার্থের নড়াচড়া, আবার চাঁদের মাধ্যাকর্ষণ, এমন অনেক কারণই থাকতে পারে।