SciTech

এ সুযোগ ছাড়বেন না, আকাশে দেখা যেতে চলেছে হরিণ চাঁদ

মহাকাশের সবকিছুই অবাক করে। যেমন এবার আকাশে দেখা যেতে চলেছে হরিণ চাঁদ। এমন নামের কারণও রয়েছে। এই চাঁদ দেখার সুযোগ ছাড়ার নয়।

Published by
News Desk

মহাকাশে সারাক্ষণই কিছু না কিছু নজর কাড়া ঘটে চলে। যার অতি সামান্যই পৃথিবী থেকে দেখা যায়। কিছু দেখা যায় খোলা চোখে। কিছু বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে। তবে সেসব মহাজাগতিক বিস্ময় দেখার ইচ্ছা অনেকের মধ্যেই থাকে।

যেমন এবার দেখা যেতে চলেছে হরিণ চাঁদ। এমন মনে করার কারণ নেই যে গোল চাঁদটা হরিণের মত লাগবে বা চাঁদের মধ্যে কোথাও হরিণের মত কিছু দেখা যাবে। বরং হরিণ চাঁদের নামকরণের পিছনে রয়েছে এক অন্য বিশ্বাস।

মনে করা হয় এইসময় হরিণদের নতুন শিং গজায়। পুরুষ হরিণের বছরে একবার পুরনো শিং পড়ে গিয়ে নতুন শিং গজায়। আর সেই সময়টা জুলাই মাস বলে মনে করা হয়। তাই জুলাই মাসে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমার চাঁদকে হরিণ চাঁদ বা বাক মুন বলা হয়ে থাকে।

এবার এই হরিণ চাঁদ দেখা যাবে আগামী ১০ জুলাই। ওইদিন যে পূর্ণিমার চাঁদ চারিদিক আলোকিত করবে তা অন্য পূর্ণিমার থেকে আলাদা কিছু নয়। তবে তার নাম আলাদা। তাকে ডাকা হয় হরিণ চাঁদ বলে।

তবে জুলাইয়ের এই বর্ষাকালীন পূর্ণিমার চাঁদ কেবল হরিণ চাঁদ নামেই খ্যাত নয়। এই চাঁদকে পৃথিবীর অনেক জায়গায় বজ্র চন্দ্র বা থান্ডার মুন বলেও ডাকা হয়ে থাকে। বর্ষার ফলে মেঘে ঢাকা থাকে আকাশ। ফলে মেঘ থাকলে অবশ্য এবার পূর্ণিমার চাঁদ দেখা যাবেনা।

Share
Published by
News Desk
Tags: Earth

Recent Posts