SciTech

পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে ৫০০ রকম পাখি, কারণ জানালেন গবেষকেরা

পৃথিবীতে নানা পাখির কলকাকলির সুরের যাদু মানুষকে বিমোহিত করে। অথচ পৃথিবীর বুকে উড়ে বেড়ানো সুন্দর পাখিদের ৫০০ রকম প্রজাতিই হারিয়ে যেতে চলেছে চিরতরে।

Published by
News Desk

পাখি সর্বদাই সুন্দর। তাদের সুরেলা ডাক, তাদের রংয়ের বাহার, যুগে যুগে মানুষকে আকর্ষিত করেছে। মানুষের মন ভাল করে দিয়েছে। সেই পাখিদের অনেকগুলিকেই হয়তো আর দেখতে পাওয়া যাবেনা। চিরতরে তারা হারিয়ে যেতে পারে। আর সেই সংখ্যাটা নেহাত কম নয়।

গবেষকদের আশঙ্কা ৫০০ রকম পাখি হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে। গত ৫০০ বছরে বেশ কিছু পাখি পৃথিবী থেকে হারিয়ে গেছে। ৫০০ বছরে যত পাখি পৃথিবী থেকে হারিয়ে গেছে তার সংখ্যা ৫০০-এর ৩ ভাগের ১ ভাগ।

৫০০ বছর সময়ে যেখানে আনুমানিক ১৬৬ প্রজাতির পাখি চিরতরে শেষ হয়ে গেছে, সেখানে ব্রিটেনের রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী থেকে হারিয়ে যাবে ৫০০ রকম প্রজাতির পাখি। ফলে এটা পরিস্কার যে কতটা দ্রুত পৃথিবী থেকে পাখিদের নানা প্রজাতি বিলুপ্ত হতে চলেছে।

কেন এমনটা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা? তাঁরা মনে করছেন যে গতিতে পৃথিবীর জলবায়ু বদলাচ্ছে, যেভাবে পাখিরা তাদের চেনা পরিচিত পরিবেশ, জায়গা, জলবায়ু হারাচ্ছে, তাতেই ৫০০ রকম পাখি বিলুপ্তির পথে।

বিশ্বজুড়েই বিভিন্ন প্রান্তে বিভিন্ন পাখিদের বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বলা যায় সেই অঞ্চলে সেই পাখিদের বাস। সেখানকার পরিবেশের সঙ্গে পাখিদের চেহারাও বড় ছোট হয়ে থাকে। এটা সেখানকার বাস্তুতন্ত্রের সঙ্গে সংযুক্ত।

সেই বাস্তুতন্ত্রের ওপর এই বিলুপ্তি আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর জলবায়ু বদল যদি রুখতে না পারা যায় তাহলে দ্রুত এক এক করে হারিয়ে যাবে বিভিন্ন ধরনের পাখি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: EarthWeather