SciTech

রাতের আকাশে দেখা যাবে বিরল চাঁদ, না দেখলে ১৮ বছরের অপেক্ষা

বিরল মহাজাগতিক বিস্ময় হাতছাড়া করতে কেউ চান না। এবার কিন্তু এমন এক চাঁদের দেখা মিলতে চলেছে যা ফের দেখা যাবে ২০৪৩ সালে। অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

Published by
News Desk

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সন্ধের আকাশে দেখা যেতে চলেছে এক বিরল মহাজাগতিক বিস্ময়। চাঁদ তো সবাই দেখেন। তবে বুধবার রাতের চাঁদ হবে পূর্ণিমার চাঁদ। এটাও নতুন কিছু নয়। তবে জগন্নাথদেবের স্নানযাত্রার এই পূর্ণিমায় আকাশে দেখা যেতে চলেছে স্ট্রবেরি চাঁদ।

নাম স্ট্রবেরি চাঁদ হলেও চাঁদকে যে স্ট্রবেরির মত লালচে বা গোলাপি দেখতে লাগবে এমনটা নয়। পূর্ণিমার উজ্জ্বল এক চাঁদ ধরা দেবে চোখে। যা বরং অনেকটা সোনালি রূপে ঝলমল করবে আকাশে।

খালি চোখেই দেখা যাবে এই চাঁদ। তবে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদকে আরও ভাল ভাবে পাওয়া যাবে। এখন প্রশ্ন হল এবারের এই স্ট্রবেরি চাঁদকে কেন বিরলের দলে ফেলতে চাইছেন মহাকাশ বিজ্ঞানীরা। কারণও রয়েছে।

কারণ এবার যে চাঁদকে দেখা যাবে তা ফের দেখা যাবে ২০৪৩ সালে। কারণ এবার চাঁদ এমন এক কোণে ধরা দেবে যা ফের দেখা যাবে ১৮ বছর পর।

ভারত থেকে কি এই স্ট্রবেরি চাঁদ দেখা যাবে? উত্তর হল দেখা যাবে। ভারতের সব প্রান্ত থেকেই বুধবার সন্ধে নামলে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব। তবে শর্ত হল আকাশ মেঘ মুক্ত থাকতে হবে।

এই পূর্ণিমার চাঁদ স্ট্রবেরি মুন কেন? প্রতিবছরই জুন মাসে যে পূর্ণিমার চাঁদ দেখা যায় তাকে মার্কিন ও ইউরোপীয় কৃষককুল বহুকাল ধরেই স্ট্রবেরি মুন বলে ডেকে থাকেন। তার সঙ্গে চাঁদের রং স্ট্রবেরি হওয়ার কোনও সম্পর্ক নেই।

Share
Published by
News Desk
Tags: Earth

Recent Posts