SciTech

সমুদ্রের রং নীল ছিলনা, নীলের আগে কি রং ছিল জানাল গবেষণা

এখন সমুদ্রের রং নীল। কিন্তু সবসময় সমুদ্রের জলের রং নীল ছিলনা। বরং অন্য একটি রং ছিল সমুদ্রের জলের। কি রং জানাল গবেষণা।

Published by
News Desk

সমুদ্রের কথা বললে, অনন্ত নীল সমুদ্রের কথাই মনে আসে। সমুদ্রের নীল জল এক অন্যই অনুভূতি প্রদান করে। সমুদ্রের জল নীল ছিল বলেই জানা। কিন্তু সমুদ্র কি সত্যিই নীল ছিল?

জাপানের একদল গবেষক অবশ্য দাবি করছেন, সমুদ্রের জল মোটেও সর্বদা নীল ছিলনা। প্রাচীনকালে সমুদ্রের জলের রং ছিল সবুজ। সে সময় কার্যত প্রাণ বলতে ছিল শৈবালের দাপট। নীল সবুজ শৈবাল।

জাপানের ওই গবেষকেরা জাপানেরই একটি আগ্নেয়গিরি দ্বীপের চারধারের জল দেখে ধারনা পান। সেখানে দ্বীপটির চারধারের জল সবুজ রংয়ের।

সেই জল পরীক্ষা করতে গিয়ে ক্রমে তাঁদের কাছে বিষয়টি পরিস্কার হয়। জটিল রসায়ন এই সবুজ রংয়ের ক্ষেত্রে বড় ভূমিকা সে সময় নিয়েছিল। সে সময় ক্রমে বদল হচ্ছিল সালোকসংশ্লেষ পদ্ধতির।

এটা এমন এক সময়ের কথা যখন অক্সিজেন ছাড়াই সালোকসংশ্লেষ হত এই পৃথিবীর বুকে। স্থলভাগ ছিল বটে, তবে তা ছিল পুরোটাই পাথুরে ধূসর বর্ণের। কোনও গাছপালা ছিলনা। এই উদ্ভিদ প্রাণ ছিল জলেই।

সমুদ্রের রংয়ে সে সময়ে সমুদ্রের জলের রসায়ন এবং সালোকসংশ্লেষের পরিবর্তনশীল পরিস্থিতি এমনভাবে প্রভাব ফেলেছিল যে সমুদ্র ছিল সবুজ রংয়ের। মোটেও সেই সময় সমুদ্রের জলে নীলের ছোঁয়া পাওয়া যেত না।

নেচার পত্রিকায় এই সমুদ্রের জলের রং একসময় সবুজ থাকার বিষয়টি প্রকাশিত হয়েছে। অবশ্যই যা পৃথিবীর ক্রম বিন্যাসের যে সরণী তার একটি নতুন দিক উন্মোচিত করল।

Share
Published by
News Desk
Tags: EarthJapan

Recent Posts